সৌদিতে রণবীর-মেহজাবীনের সেলফি
মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ জায়গা করে নিয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে সম্প্রতি বেশ কয়েকজন হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় অভিনেত্রীকে।
রোবার সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, বলিউড সুপারস্টার রণবীর কাপুরের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।
গত বৃহস্পতিবার জেদ্দার কালচার স্কয়ারে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানেই নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছিলেন মেহজাবীন।
‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। রেড সি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে সিনেমাটি। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’।