হঠাৎ দেবকে ‘আনফলো’ রুক্মিণীর! কী হলো?
টলিউডের আদর্শ জুটি দেব-রুক্মিণী। তাদের প্রেমকাহিনি কারও অজানা নয়। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও হিট এই জুটি। সম্প্রতি দুজনে একফ্রেমে ধরা দিয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু তার মাঝেই শুরু নতুন ফিসফিসানি। একটা সময় নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিতেন দুজনে। এখন প্রেমের কথা গোপন রাখেন না।
দেব এখন ‘খাদান’ সিনেমার প্রচারে ব্যস্ত। তার মাঝেই অনুরাগীদের হঠাৎ নজরে আসে ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের একটা ভিডিও ভাইরাল হয়। যেখানে দেব রসিকতার ছলে টুক করে বলে ফেলেছেন তিনি সিঙ্গেল! পরে অবশ্য ব্যাপারটি সামলে নিয়ে বলেছেন, সাংবাদিকরা আসলে ‘সিঙ্গেল’ বাইট নিতে চায়! তাতে কী? টলিপাড়ার গুঞ্জন উঠেছে, আসলে রুক্মিণীর নাকি এই সিঙ্গেল শব্দতে আপত্তি! আর তার জেরেই আনফলো! টলেউডের সূত্র অনুযায়ী, রুক্মিণী-দেবের আনফলো কিসসার নেপথ্যে রয়েছে প্রচার।
কেননা, একদিকে যেমন আগামী ২০ ডিসেম্বর আসছে দেবের ‘খাদান’, অন্যদিকে নতুন বছরেই মুক্তি পাচ্ছে রুক্মিণীর ‘বিনোদিনী’। তবে ফিল্মি ইতিহাস বলছে, সিনেমা রিলিজের আগে শুধুমাত্র প্রোমোশনের জন্যই এ ধরনের গুঞ্জন রটে। দেব-রুক্মিণীর বিষয়টিও হয়তো তাই-ই।