‘মুজিব’ অভিনেতা আরিফিন শুভ ৫৩তম বিজয় দিবসে বাংলাদেশের পতাকাকে গর্বিতভাবে প্রদর্শন করে একটি ফটোশুটে অংশ নিয়েছেন। যেখানে বাংলাদেশের মানচিত্র সম্বলিত সবুজ টি-শার্টে দেখা গেছে তাঁকে। যা অভিনেতা প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি ক্যাপশন জড়েছেন, ‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্র’মহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ।’ ছবি : শাহরিয়ার তামিম