প্রিয়াঙ্কা যেখানে থাকবেন, সেখানে নিক না থাকলে কী হয়! ফ্রান্সে ‘৭২তম কান চলচ্চিত্র উৎসবে’ লালগালিচায়ও তাঁরা দুজন দুজনার। ‘দ্য বেস্ট ইয়ারাস অব এ লাইফ’ ছবির বিশেষ প্রদর্শনীতে প্রিয়াঙ্কার হাতে হাত রেখে উপস্থিত ছিলেন নিক। প্রিয়াঙ্কার সাদা গাউনের সঙ্গে মিলিয়ে নিক পরেছিলেন সাদা রঙের শার্ট, স্যুট ও সাদা বো-টাই। ছবিটি শনিবার ১৯ মে, ২০১৯ তোলা। ছবি : রয়টার্স