কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। অভিনয় ছাড়াও তিনি মডেলিং জগতের এক পরিচিত মুখ। পার্নো মিত্র ক্যারিয়ার শুরু করেন টেলিভিশনের মাধ্যমে ৷ তবে ২০০৭ সালে রবি ওঝা প্রযোজিত ‘খেলা’ ধারাবাহিকে অভিনয় করার পর তার পরিচিতি আসে ৷ তারপর ২০১১ সালে অঞ্জন দত্তের জাতীয় পুরষ্কার বিজয়ী বাংলা ছবি ‘রঞ্জনা অমি আর আসবো না’ অভিনয় করার পর তাকে স্টারডম করে তোলা হয়েছিল। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘মাচ মিশি মোড়’ ও ‘একলা আকাশ’। ছবি : পার্নো মিত্র এর ফেসবুক পেজ থেকে নেওয়া