বলিউডে আত্মপ্রকাশের দোরগোড়ায় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের। প্যান-ইন্ডিয়া সিনেমাতে আত্মপ্রকাশ শানায়া কাপুরের। মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘বৃষভ’-এর মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। প্যান-ইন্ডিয়া ফিল্মের মাধ্যমে রুপালি সফর শুরু করছেন শানায়া। বলিউডে শানায়া আত্মপ্রকাশ করবেন করণ জোহরের ‘বেধড়ক’-এর হাত ধরেই। ২০২২ সালেই এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন প্রযোজক। জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর। এর আগে মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল শানায়াকে।