প্রেমের সম্পর্ক কতোটা মজবুত, তার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ইউক্রেনের আলেকজান্ডার কুডলে ও ভিক্টোরিয়া পুসতোভিতোভা। দুজনে ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে পরস্পরের হাত বেঁধে রাখেন একটি চেইনে। টানা ১২৩ দিন একসঙ্গে থাকেন তাঁরা। এমনকি একসঙ্গে বাথরুমও ব্যবহার করতে হয় তাঁদের। কিন্তু এর মধ্যেই একসঙ্গে থাকার বিড়ম্বনায় পড়ে যান প্রেমিক-প্রেমিকা। ব্যাহত হচ্ছিল স্বাভাবিক জীবনযাত্রাও। শেষ পর্যন্ত সম্পর্ক বাঁচাতে হাতের বাঁধন থেকে নিজেদের মুক্ত করতে বাধ্য হন। ছবি : রয়টার্স