ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কী?
অনেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআইয়ে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. এম এ সামাদ বলেন, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার মানে ইউরিনারি ট্র্যাক্ট কী সেটাই আমাদের জানা দরকার, যেখানে কোনও জীবাণু দ্বারা সংক্রমিত হয় এবং জীবাণুর সংখ্যা বাড়তে থাকে, প্রদাহ সৃষ্টি করে; তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়।
ডা. এম এ সামাদ আরও বলেন, যে জায়গাগুলোতে ইনফেকশন হলে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলব, সে জায়গাগুলো হলো—প্রস্রাব যেটা বের হয়ে আসে আমাদের শরীর থেকে সেটাকে আমরা বলি মূত্রনালী। আর প্রস্রাব যেখানে জমা হয়ে থাকে, সেটাকে বলা হয় মূত্রথলি। তবে প্রস্রাব তৈরি হয় কিডনিতে। আর কিডনি থাকে অনেক উপরে। আমাদের যে নাভি আছে, ঠিক সেই নাভির উল্টো দিকের মেরুদণ্ডের দুপাশে থাকে। প্রস্রাবের থলি থাকে তলপেটে। তাহলে এই উপর থেকে যে নালী দিয়ে তলপেটের ব্লাডার পর্যন্ত যে প্রস্রাব চলে যায়, সে নালীকে বলা হয় ইউরেটার। তাহলে এই কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলি এবং যে পথে প্রস্রাব বেরিয়ে আসে সেটাকে বলা হয় মূত্রনালী। এই চারটা অঙ্গের যে কোনও জায়গায় যদি জীবাণু দ্বারা সংক্রমিত হয় এবং সেটা যদি কোনও উপসর্গ তৈরি করে এবং সংখ্যায় যদি বাড়তে থাকে সেই জীবাণুগুলো, তাহলে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়।