করোনার টিকা গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
নভেল করোনাভাইরাস মহামারিতে নাকাল পুরো বিশ্ব। আমাদের দেশে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস রুখতে তাই প্রয়োজন সচেতনতা এবং সরকার-নির্দেশিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলা এবং অবশ্যই করোনার টিকা গ্রহণ করা।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ সম্পর্কে জানিয়েছেন রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইলোরা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
যে কোনও ধরনের ভ্যাকসিনেশনের পরে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আমরা দেখেছি এবং এটি খুবই স্বাভাবিক। সেটি ইপিআই শিডিউলের ক্ষেত্রে হোক, বা যে কোনও ধরনের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হোক। কোভিড ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু বেশ কিছু ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ জন্য অনেকে ভয় পেয়ে করোনার ভ্যাকসিনেশনের আওতায় আসেননি ইচ্ছে করেই। তাঁদের জন্য আপনার কী বলার আছে। আসলে তাঁদের কীভাবে আরও সচেতন করা যায় কিংবা আগ্রহী করে তোলা যায়? উত্তরে ডা. ইলোরা শারমিন বলেন, পার্শ্বপ্রতিক্রিয়া সবকিছুতেই থাকবে। ভ্যাকসিনেশনটা দিলে যেটা হবে, কোভিডের যে সিভিয়ারিটিটা, সেটা কম হবে। আর ভ্যাকসিনের যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো বাইরের দেশেও দেখা গেছে এবং আমাদের দেশেও কিন্তু এ ধরনের বিভিন্ন স্টাডি হচ্ছে, তাতে কিন্তু যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে, সেটায় কিন্তু মৃত্যুঝুঁকিটা ও রকম নেই। সুতরাং যেহেতু ভ্যাকসিন দিলে মৃত্যুর হারটা কমবে, অবশ্যই ভ্যাকসিন দেওয়া উচিত।
ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের মধ্যে একধরনের হেয়ালিপনা চলে আসে যে আমি তো আসলে ভ্যাকসিন নিয়ে ফেলেছি এবং আমি প্রটেকটেড। তো, এখন আর আমার স্বাস্থ্যবিধি মানবার কোনও প্রয়োজন নেই। এই কাজটি কতটা যুক্তিযুক্ত? উত্তরে ডা. ইলোরা শারমিন বলেন, আসল কথা হচ্ছে, সবচেয়ে বড় ভ্যাকসিন কিন্তু মাস্ক এবং মাস্ক পরতেই হবে। সে ভ্যাকসিনেটেড পিপল হোক আর আনভ্যাকসিনেটেড হোক। কিন্তু যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছে, তারা যখন মনে করে যে আমি তো ভ্যাকসিন নিয়ে ফেলেছি, আমার তো আর মাস্ক পরতে হবে না, স্বাস্থ্যবিধি মানতেও হবে না। সে কিন্তু সব জায়গায় যাচ্ছে। জনসমাগমে যাচ্ছে, বাইরে বের হচ্ছে, ফলে তার ইনফেকটেড হওয়ার চান্স থাকে এবং সে কিন্তু ইনফেকটেড হচ্ছেও। যেহেতু সে ভ্যাকসিনেটেড, ফলে তার সিভিয়ারিটিটা কম হচ্ছে। কিন্তু সে যদি মাস্ক না পরে, সে সবার মধ্যে এটা ছড়াবে এবং অন্যদের চেয়ে সে এটার ক্যারিয়ার হিসেবে থাকবে এবং সবার মধ্যে দ্বিগুণ হারে রোগটা সে ছড়াবে। এ জন্য যে ভ্যাকসিন নিয়েছে, তাকেও মাস্ক পরতে হবে এবং অন্যরা তো পরবেই। মাস্কের ওপরে আসলে ভ্যাকসিন কোভিডের ক্ষেত্রে এখনও বলা যাচ্ছে না।
ভ্যাকসিনেশনের মাধ্যমে কি রক্ত জমাট বাঁধতে পারে? এমন বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে এখনই উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।