কাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি?
সারা বিশ্বেই ডায়াবেটিস রোগীর সংখ্যা কম নয়। এখন করোনা মহামারি চলছে বিশ্বজুড়ে। ডায়াবেটিস রোগীদের এ সময় আরও সতর্ক ও সচেতন হওয়া জরুরি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ডায়াবেটিস সম্পর্কে জেনে নেব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. মুনা তাহসিন।
ডায়াবেটিস কী
ডা. এম এ হালিম খান বলেন, ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। আমাদের পেটের উপরিভাগে অগ্ন্যাশয় আছে। এ অগ্ন্যাশয় থেকে হরমোন নিঃসৃত হয়, এ হরমোন যদি কম নিঃসৃত হয়, কিংবা ঠিকই নিঃসৃত হয়, কিন্তু টিস্যু লেভেলে গিয়ে হরমোনটা যদি কাজ না করতে পারে, তাহলে মানুষের রক্তে সুগার লেভেল বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। মানে, মানুষের রক্তে শর্করার যে মাত্রা, সেটা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি।
ডায়াবেটিস হওয়ার কারণ
ডা. এম এ হালিম খান বলেন, ডায়াবেটিসকে আমরা বলে থাকি মাল্টি ফ্যাক্টরিয়াল ডিজিজ। অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে যোগ হলে তার পর ডায়াবেটিস হয়। এর মধ্যে ধরেন কারও বংশে ডায়াবেটিস আছে, তার যে সন্তানেরা এবং ফার্স্ট দিকের রিলেটিভদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যার ওজন বেশি আছে, তার কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যিনি কায়িক পরিশ্রম করেন না, সারা দিন শুয়ে-বসে থাকেন, তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
ডা. এম এ হালিম খান আরও বলেন, যার প্রি-ডায়াবেটিস আছে, পূর্বাবস্থা আছে, তার অচিরেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যার গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কেউ কেউ আছেন যে স্টেরয়েড-জাতীয় ওষুধ ইউস করে থাকেন দীর্ঘদিন ধরে, তাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যান্য কিছু হরমোনজনিত সমস্যা আছে, থায়রয়েড হরমোনের সমস্যা; থায়রয়েড হরমোন যদি বেড়ে যায়, তাহলে সুগার লেভেল বেড়ে যেতে পারে। তারও কিন্তু ডায়াবেটিস হতে পারে। কারও কারও কোলেস্টেরলের সমস্যা, হাইপারটেনশনের সমস্যা; কিছু হরমোন ডিজিজ আছে মেয়েদের, পলিসিস্টিক ওভারি সিনড্রোম; এগুলো থাকলেও কিন্তু দেখা যায় তার সুগার বাড়ার প্রবণতা, ঝুঁকি বেশি এবং ভবিষ্যতেও তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
ডায়াবেটিস কী, উপসর্গ ও এর নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।