কাদের পিত্ত পাথর বেশি হয়, জেনে নিন উপসর্গ
আমরা জানি, শরীরের বিভিন্ন অংশে পাথর হয়। কিডনিতে পাথর হয়, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডে পাথর হয়। পিত্ত পাথর কী এবং কেন হয়?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. আবুল কালাম বলেন, পিত্ততে মেটাবলিক বিষয় জড়িত। পিত্তরসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমের কারণে এক ধরনের পিগমেন্ট থাকে, বিলুরুবিন থাকে, বাইল সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে। এ ধরনের... তাদের রেশিয়োর তারতম্যের কারণে পিত্ত পাথরের সৃষ্টি হয়। বেশির ভাগই আমাদের পিগমেন্টের স্টোন থাকে, কালো কালো পাথর বেশি সৃষ্টি হয়। যেহেতু এটা জমা থাকে, কোনো কারণে যদি রসটা বেশি দিন জমা থাকে, স্বাভাবিক ভাবেই তার একটা সেগমেন্টেশন সৃষ্টি হয়। আর একটা হলো, গলব্লাডারের ফাংশনের কিছু পরিবর্তন আসে।
ডা. আবুল কালাম আরও বলেন, আগে মনে করা হতো, চর্বিজাতীয় খাবার বেশি খেলে অথবা আমাদের এজের ক্ষেত্রে বলা হতো, ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়; এগুলোকে সম্ভাব্য ইনসিডেন্ট বলে। কিন্তু ডেফিনেটলি কী কারণে পাথর হয়, সেটা আসলে বলা যাচ্ছে না। সেটা যদি আইডেন্টিফাই করা যেত, তাহলে তো অপারেশন বা এই ধরনের ট্রিটমেন্টটা সরাসরি পাথর প্রিভেনশনে আমরা চলে যেতাম। যেহেতু নির্দিষ্টভাবে পাথর আইডেন্টিফাই করা যায় না, সম্ভাব্য কিছু কারণ বলা হয় যে এর জন্য হয়; কিন্তু ডেফিনেটলি কোনো কারণ আসলে নেই। কারণ যদি কখনও আবিষ্কার হয়, তাহলে ট্রিটমেন্ট দিলে পাথর প্রিভেন্ট হয়ে যাবে।
কাদের পিত্ত পাথর বেশি হয়? উত্তরে ডা. আবুল কালাম বলেন, ইতোমধ্যে আমি বলেছি, পুরুষের তুলনায় নারীর এই পাথর অলমোস্ট দ্বিগুণ হয়। এর কারণ ওইভাবে পাওয়া যায়নি। একটা ইনসিডেন্ট, প্রেগন্যান্সিতে দেখা যায় পিত্তরসের পিত্তথলিতে চাপ পড়ে... বাইলটা এখানে স্থিতিশীল অবস্থায় বেশি থাকে, এটা একটা কারণ। আর অন্য কোনও জটিল কারণ পাওয়া যায়নি। তবে যাদের ওজন বেশি, তাদের এই পাথরের প্রবণতা বেশি থাকে।
পিত্ত পাথর কী, কেন হয়, কাদের হয় এবং হলে এর লক্ষণ বা উপসর্গগুলো কী, এসব বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।