কারা জরায়ুর টিউমারের ঝুঁকিতে রয়েছেন?
অনেক নারীই জরায়ুর টিউমারের সমস্যায় ভুগছেন। অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না। কিন্তু কাদের ক্ষেত্রে এ টিউমার হওয়ার ঝুঁকি রয়েছে, সে সম্পর্কে আজ আমরা জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. বেনজীর হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক বলেন, ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার কেন হয়, তার প্রকৃত কারণ আমরা কেউই বের করতে পারিনি এখনও। কিন্তু আমরা কিছু হাইপোথিসিস, মানে কিছু পেশেন্টকে প্রেডিক্ট করি যে তার এটা হতে পারে। এর অন্যতম হচ্ছে, যারা একটু বেশি বয়সে প্রেগন্যান্সির চেষ্টা করে। অনেকে আছে বিয়ে হয়েছে ২৫ বা ২৬ বছর বয়সে, কিন্তু প্রেগন্যান্সিটা চাচ্ছে ৩০ বছর বয়সের পর। ওই গ্রুপটা জরায়ুর টিউমারের জন্য রিস্ক গ্রুপ। আবার অনেকে আছে, একটা বাচ্চা নিয়েই বসে আছে। আর হয়তো সে চাচ্ছে না। ওই গ্রুপটাও জরায়ুর টিউমারের জন্য রিস্ক গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, যারা স্ট্রোজেন নামক একটি হরমোন... আমরা জানি, ফাইব্রয়েড একটি স্ট্রোজেন ডিপেনডেন্ট টিউমার। অনেকে আছে বাইরে থেকে স্ট্রোজেন হরমোন নিচ্ছে। অনেকের শরীরেই বেশি তৈরি হচ্ছে। এ গ্রুপটা ফাইব্রয়েডের জন্য রিস্ক গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, যাদের ওবেসিটি (স্থূলতা) আছে, বা ফ্যামিলিতে মা-চাচিদের ফাইব্রয়েড হয়েছে, ওই গ্রুপটারও কিন্তু ফাইব্রয়েড হতে পারে।
জরায়ুর টিউমার কী, এর কী কী উপসর্গ এবং হলে করণীয়ই বা কী, তার বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।