কৃত্রিম দাঁত লাগানোর খরচ কত?
অনেকেই দাঁতের সমস্যায় ভুগছেন। ডাক্তারের পরামর্শে কৃত্রিম দাঁত লাগানো যেতে পারে। কিন্তু খরচ কেমন পড়বে?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কৃত্রিম দাঁত প্রতিস্থাপন সম্পর্কে বলেছেন বাংলাদেশ ওরাল ক্যানসার সোসাইটির সভাপতি ডা. মতিউর রহমান মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মতিউর রহমান মোল্লা বলেন, কৃত্রিম দাঁত টাইটেনিয়াম বা টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হলে খরচ একটু বেশি। এটা আমাদের দেশে তৈরি হয় না। ভারতেও তৈরি হয় না। নরমালি আমেরিকা, ইউরোপ; আমাদের দেশে যেমন আমেরিকা, ইউরোপ ও কোরিয়া থেকে আসে। অন্য দেশেও আছে। এগুলোর কোয়ালিটি ভালো। এদের সাকসেস রেট ৯৫ শতাংশের বেশি। বুঝতেই পারছেন ফেইলিউর প্রায় নেই। চায়নাগুলোর দাম অনেক কম, কিন্তু ফেইলিউর কত হয় আমি জানি না। সব মিলিয়ে প্রতি দাঁত ৬০ হাজার টাকার মতো লাগবে। কেননা সার্জারি করতে হবে।
কৃত্রিম দাঁত প্রতিস্থাপন সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।