কোন কোন হরমোন শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হরমোন শরীরে কাজ করে। হরমোন ছাড়া আমরা প্রাণবন্ত থাকতে পারব না। আজ আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে কোন কোন হরমোন শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হরমোন বলতে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. এম এ হালিম খান বলেন, হরমোন শব্দের অর্থ হলো প্রাণরস। আমাদের শরীরে বিভিন্ন রকম অন্তক্ষরা গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলো থেকে রস বের হয়। এই রসগুলো যে জায়গায় বের হয়, তার কাছাকাছি কাজ করে অথবা দূরে গিয়ে কাজ করে। একটা গ্রন্থি থেকে নিঃসৃত রস দূরে অনেক জায়গায় গিয়ে কাজ করে থাকে। এই প্রাণরস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, প্রাণবন্ত থাকি, প্রাণময় থাকি এবং আমাদের যে জীবন আছে, সেগুলোও অনেক ক্ষেত্রে হরমোন নিয়ন্ত্রণ করে।
আমাদের শরীরে কী কী হরমোন আছে, সঞ্চালকের প্রশ্নের জবাবে ডা. এম এ হালিম খান বলেন, আমাদের শরীরে অনেক হরমোন আছে। যেমন থাইরয়েড হরমোন আছে, গ্রোথ হরমোন আছে, এলএইচএফএইচএস আছে। মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন-পোজেস্ট্রেরন আছে। ছেলেদের যৌবনের বিভিন্ন অ্যাকটিভিটির জন্য এন্ড্রোজেন হরমোন আছে... এর পর আমাদের শরীরের ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়ামটাকে রেগুলেট করার জন্য আরেকটা হরমোন গুরুত্বপূর্ণ, সেটা হলো প্যারাথাইরয়েড হরমোন। ক্যালসিডোনিন হরমোন আছে। আসলে হরমোনের নাম বলে শেষ করা যাবে না।
হরমোন কী, এর কাজ কী এবং হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।