ক্যানসারের রোগী করোনার টিকা নিতে পারবে?
নভেল করোনাভাইরাস গত বছর থেকে পুরো বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু ১৬ হাজার ছাড়িয়েছে।
ক্যানসারের রোগী কি করোনার টিকা নিতে পারবে, এমন প্রশ্ন করে থাকেন অনেকেই। এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. লুবনা মরিয়ম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
যাঁরা ক্যানসারে আক্রান্ত, রোগীরা আপনাদের কাছে আসেন। তো, তাঁদের নিশ্চয়ই অনেকের প্রশ্ন থাকে, এই যে ভ্যাকসিনেশন বা টিকাদান কর্মসূচি চলছে, তাঁরা এর ভেতরে পড়বেন কি না বা তাঁদের ক্ষেত্রে কি আলাদা গাইডলাইন বা নির্দেশনা আছে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, হ্যাঁ, তাঁদের জন্য অবশ্যই আলাদা গাইডলাইন আছে। কারণ, এখন বিশ্বের সবাই বলছে; যেটা আগে বলা হতো ডিউরিং ট্রিটমেন্ট বা যারা ক্যানসারে আক্রান্ত হয়েছে এবং ট্রিটমেন্ট চলছে, তাঁদের তোমরা ভ্যাকসিনটা এই মুহূর্তে দিয়ো না। দিয়ে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্টর্ম হতে পারে, এটাকে আমরা ইমিউন স্টর্ম (Immune Storm) বলে থাকি। কিন্তু এখন যেটা বলছে, যারা ক্যানসার ট্রিটমেন্ট পাচ্ছে, যারা সার্জারি করছে, সার্জারির ওই দিন তোমরা দিয়ো না। কিন্তু পরে সেটা যখন রিকভারি করে উঠছে, তখন তাকে আমরা ভ্যাকসিন দিতে পারি।
ডা. লুবনা মরিয়ম আরও বলেন, যে রোগী কেমোথেরাপি পাচ্ছে, কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় যে ইমিউনোসারপ্রেসড (Immunosuppressed) হয়, ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস (White blood cells) যেটা বলি আমরা, সেটা কমে যায়। কমে গেলে হয় কি, ক্যানসার রোগীরা আর ফাইট করতে পারে না। কিন্তু এখন বলা হচ্ছে, যখন এটা রিকভারি করে ওঠে, তখন দুইটা কেমোথেরাপির মাঝখানে, যখন ব্লাড সেলগুলোর কাউন্ট নরমাল হয়ে যাবে, তখন (টিকা) দেওয়া যাবে।
বর্তমানে করোনা-পরিস্থিতিসহ আপনার মনে জমে থাকা বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে এখনই উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।