ঘন ঘন প্রস্রাব হলেই কি ডায়াবেটিস?
ডায়াবেটিস একটি খুব সাধারণ রোগ। সারা বিশ্বেই এ রোগ বিদ্যমান। বাংলাদেশেও এ রোগ ব্যাপক হারে বিদ্যমান। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ডায়াবেটিস সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
অনেক রোগীই ঘন ঘন প্রস্রাব হলে মনে করেন, তাঁর ডায়াবেটিস হয়েছে, এ সম্পর্কে যদি কিছু বলেন। উত্তরে ডা. আবদুর রহিম বলেন, ঘন ঘন প্রস্রাব হলে অনেক রোগী মনে করে তাদের ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, কিন্তু ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাব হওয়ার একমাত্র কারণ নয়। বিভিন্ন কারণ রয়েছে। যেমন—খুব সাধারণ যেটা, প্রস্রাবে ইনফেকশন যদি হয়, এটি আমাদের সমাজে ব্যাপক হারে হয় (পুরুষের তুলনায় নারীদের বেশি হয়); তখন অনেকের ধারণা হয়, হয়তো বা ডায়াবেটিস হয়ে গেছে। কিন্তু এ সমস্ত ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস হয়নি। সুতরাং ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিস হবে, এটি আসলে ঠিক নয়। তবে ঘন ঘন প্রস্রাব হলে ডায়াবেটিস হতে পারে। হলেই ডায়াবেটিস হবে, সেটি ঠিক নয়।
ডায়াবেটিস রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।