চুল পড়ছে, গজাচ্ছে তো?
চুল পড়ার সমস্যায় প্রায় প্রাপ্তবয়স্ক সবাই ভুগে থাকেন। কখন চুল পড়লে আমরা এ বিষয়ে উদ্বিগ্ন হব? আজ আমরা এমন নানা প্রশ্নের উত্তর জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ত্বকের দাগ সমস্যা ও সমাধান নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রাজধানীর ফরায়েজী হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এস এম রাসেল ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. এস এম রাসেল ফারুক বলেন, স্বাভাবিকভাবে প্রতিদিন আমাদের ১০০ থেকে ১৫০ চুল পড়তে পারে। সেটা নরমাল। তবে দেখতে হবে ১০০ বা ১৫০ চুল পড়ছে ঠিকই, কিন্তু গজানোর হারটা সেই পরিমাণে হচ্ছে কি না। যদি কম হয় তার চেয়ে, তখন আমাদের সতর্ক হতে হবে। প্রতিদিন ১৫০ করে চুল পড়লে একটা সময় দেখা যাবে আর চুল থাকবে না। ওই ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে পরামর্শ নেব, চুল আমার পড়ে যাচ্ছে, বাট এটা নরমালের যে লেভেল ১০০ থেকে ১৫০, সে অনুসারে গজাচ্ছে না। মাথাটা টাক হয়ে যাচ্ছে, সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে। নারীদের ক্ষেত্রেও দেখা যায়, সিঁথির লাইন বা মাঝ বরাবর চুল কমে যাচ্ছে। ওই ক্ষেত্রে আমরা বলি, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ, তখন আপনার অ্যালোপেশিয়া বা টাক সমস্যা শুরু হয়ে যাচ্ছে।
চুল পড়ার কারণ ও এ থেকে প্রতিকারের উপায় জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।