চোখে কী ধরনের জন্মগত সমস্যা হতে পারে
জন্মগতভাবে আমরা নানা রকম রোগ দিয়ে জন্মাতে পারি। তেমনই চোখেও অনেকে জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-এর একটি পর্বে এ বিষয়ে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চক্ষু বিভাগের ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মোতাহার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
চোখে কী ধরনের জন্মগত সমস্যা হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মোতাহার হোসেন জুয়েল বলেন, জন্মগতভাবে আমাদের চোখের অনেক রোগ হয়ে থাকে। প্রথমে আমি বলব, আমাদের চোখে যে পাতা রয়েছে, সেই পাতা যদি—আমরা বলি ড্রপিং অব দ্য আপার আইলিড—পাতাটা যদি ঝুলে যায়, আমরা মেডিকেলের ভাষায় বলি টোসিস। জন্মগতভাবে চোখের পাতা পড়ে যেতে পারে। আমাদের চোখের পাতায় যে আইল্যাশ রয়েছে, সে আইল্যাশগুলো সাধারণত—আপার আইল্যাশটা ওপরে থাকে, আর লোয়ার আইল্যাশ নিচের দিকে থাকে। সেই আইল্যাশ যদি মিসডিরেকশনড হয়ে যায়, তাহলে আমাদের কর্নিয়াতে ইরিটেশন হয়। আমরা একে বলি ট্রিকিয়াসিস। আরেকটা হচ্ছে, আমাদের জন্মগতভাবে চোখের পাতার কোনও একটি অংশ অ্যাবসেন্ট থাকতে পারে। জন্মগতভাবে অনেক সময় দেখা যায়, টিউমার হয়। যেটাকে আমরা বলি, ক্যাপিলারি হেম্যানজিয়োমা। আবার জন্মগতভাবে স্কুইন্ট বা ট্যারা চোখ হতে পারে। জন্মগতভাবে অনেকে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আমাদের যে চোখের মণি রয়েছে, সেখানেও সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমন নানান সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে শিশু।
চোখ ও হার্টের সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।