ছেলেদের ব্রণ বেশি হয় কেন?
বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যায় ভোগেননি এমন ছেলেমেয়ে পাওয়া দুষ্কর। অবশ্য তরুণ বয়সেও অনেকে ব্রণের সমস্যায় ভোগেন। আজ আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানব, ছেলেদের ব্রণ বেশি হয় কেন।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে জানিয়েছেন ডা. ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইসরাত জাহান বলেন, ছেলেদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা বেশি। কারণ, ছেলেদের হরমোনাল একটা ব্যাপার আছে। ছেলেদের ক্ষেত্রে হরমোনের ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে তাদের ব্রণ যেগুলো হয়, সেগুলো সিসটিক (Cystic acne) পর্যায়ে চলে যায়। ছেলেরা মেয়েদের তুলনায় ত্বক নিয়ে বেশি সচেতন নয় এবং তারা কখনও প্রাথমিক পর্যায়ে ব্রণ নিয়ে আসে না। যখন সিভিয়ার পর্যায়ে যায়, তখনই আসে।