জেনে নিন ফুসফুস ক্যানসারের প্রধান কারণগুলো
ফুসফুস মানবদেহের একটি বড় অঙ্গ। এর মাধ্যমে আমরা শ্বাসপ্রশ্বাস নিয়ে থাকি। আমাদের বুকের দুপাশে দুটি ফুসফুস অবস্থিত, যার মাঝে হার্ট রয়েছে। করোনাকালে ফুসফুসের যত্ন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফুসফুস ক্যানসারের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ডা. রুখসানা রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. রুখসানা রব্বানী বলেন, সবচেয়ে প্রধান কারণ সারা বিশ্বব্যাপী ধূমপান। ৯০ থেকে ৯৪ শতাংশ ফুসফুস ক্যানসার ধূমপানজনিত। আমরা ধূমপানবিরোধী যত ক্যাম্পেইনই করে থাকি না কেন আমাদের দেশের এবং সারা বিশ্বেরই একটা জনসংখ্যা কিন্তু ধূমপায়ী। এটা শুধু যে আমি ধূমপান করছি, আমি অ্যাফেক্টেড হব সেটা নয়। প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং যেটা বলি, আমি যদি ধূমপান করি, আমার পাশে যে থাকবে, সেও একই ভাবে ধূমপানের ক্ষতির শিকার হচ্ছে। কাজেই অ্যাকটিভ স্মোকার, যারা নিজে ধূমপান করছে, যারা প্যাসিভ স্মোকার, ধূমপায়ীর পাশে যারা আছে; বাসায়, কর্মস্থলে, রাস্তাঘাটে তারা কিন্তু সবাই সমান ভাবে অ্যাফেক্টেড হচ্ছে। ধূমপান যেটা, সিগারেটের মধ্যে দেখা যায় যে মোটামুটি ১০০ রকমের কারসিনোজেন থাকে, যারা আমাদের শরীরের সেলগুলোর যে ডিএনএ থাকে, সেগুলোকে ক্যানসারের যে চেঞ্জটা, সেই মিউটেশন করতে পারে। এটা ডিপেন্ড করে কত আরলি এজ থেকে সে শুরু করল, সে দিনে কতটা সিগারেট খাচ্ছে এবং কত দীর্ঘ সময় ধরে সে খাচ্ছে। ধূমপান ছেড়ে দেওয়াটা খুব ইমপরটেন্ট। কারণ, ছেড়ে দিলে রিস্কটা কমে যায়।
ডা. রুখসানা রব্বানী বলেন, শুধু আমেরিকায়, একটা পরিসংখ্যানে দেখা গেছে, তিন হাজার মানুষ প্যাসিভ স্মোকিংয়ের কারণ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। পরের যে কারণগুলো আমরা বলতে পারি, কিছু অকুপেশনাল এক্সপোজারের জন্য হয়, কিছু অ্যাসবেসটোস, আর্সেনিক আমরা বলি; রেডন গ্যাস একটা খুব ইমপরটেন্ট, যেটা আসলে বাড়িঘর থেকে আমাদের শ্বাসনালীতে চলে যায়। সেখান থেকেও হতে পারে। অন্য ক্যানসারের ক্ষেত্রে বংশগত যেটা বলি, ফুসফুস ক্যানসারের ক্ষেত্রে কিছুটা কম। কিন্তু তার পরেও দেখা যায় যে কিছু অংশ থেকেই থাকে। তবে ধূমপানই মূল কারণ।
নারী-পুরুষ ভেদে কি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যায় কোনও পার্থক্য দেখা যায়, এ প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।