ত্বকের বয়স ধরে রাখতে কী করবেন
সুস্থ ও উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু বিভিন্ন অনিয়ম, যত্নের অভাব ও পরিবেশ দূষণের কারণে ত্বক মলিন হয়ে যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব ত্বকের বয়স ধরে রাখার জন্য পানির গুরুত্ব কতখানি।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শীতে ত্বকের সমস্যা ও সমাধান সম্পর্কে জানিয়েছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, পানির অবশ্যই গুরুত্ব রয়েছে। শুধু পানি বলব না, নিউট্রিশনের একটা বিশাল রোল আছে। যত আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন, তত আপনার এজিং প্রসেস ডিলে হবে। আর আমরা জানি, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস রিমুভ করে। ত্বকের তারুণ্য ধরে রাখতে, সতেজ রাখতে পানির ভালো রোল আছে।
পঞ্চাশোর্ধ্ব বা ষাটোর্ধ্ব একজন ব্যক্তি, ত্বকের বয়স ধরে রাখতে তাঁর করণীয় কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, যাদের স্কিন খুব বেশি স্যাগি হয়ে গেছে, সে ক্ষেত্রে শুধু বোটক্স ফিলার না, আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট করি। এখন একজন যদি মানুষ আসে, তার বয়স ৩০ বা ২৫, তাকে হয়তো শুধু বোটক্স দিয়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু পঞ্চাশ বা ষাটোর্ধ্ব বয়সিদের, তাঁদের কিন্তু সাবকিউটেনাস ফ্যাট লস হবে, স্কিন অনেক বেশি স্যাগি থাকবে। সে ক্ষেত্রে আমরা ফিলার কম্বিনেশন করি। কারও কারও ক্ষেত্রে থ্রেড কম্বিনিয়েশন করি। আর যাদের এক্সট্রিম স্যাগি হয়ে গেছে, তাদের আমরা প্লাস্টিক সার্জনের কাছে রেফার করে দিই। সার্জারি করে এক্সট্রা স্কিনটা ফেলে দিলে উনার আগের মতো টানটান স্কিন চলে আসবে।