ত্বকের যত্নে কসমেটিকসের ব্যবহার উপকারী না ক্ষতিকর
নারী-পুরুষ নির্বিশেষে রূপচর্চা আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। অনেকে ত্বকের রং ফর্সা করতে চান। সেজন্য নানান ধরনের প্রসাধনসামগ্রী ব্যবহার করেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ত্বকের যত্নে কসমেটিকসের ব্যবহার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ত্বকের যত্নে কসমেটিকসের ব্যবহার সম্পর্কে বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
আজ আমরা কসমেটিকস কি আমাদের স্কিনের জন্য ভয়াবহ, না কি স্কিনের জন্য ফ্রেন্ডলি, সে বিষয়গুলো নিয়ে জানব। প্রথমেই জানতে চাইব, কসমেটিকস তো আসলে ব্যবহার করতেই হয়। আমরা নারীরা খুব বেশি ব্যবহার করি। প্রয়োজনেও করি, আবার অপ্রয়োজনেও করি। আমরা যারা কাজ করি টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে, তাদের তো রেগুলার ব্যবহার করতে হয়। এটা স্কিনের জন্য কী রকম হতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ আল মামুন খান বলেন, আমরা অবশ্যই কসমেটিকস ব্যবহার করব। তবে কসমেটিকস যাতে অ্যাবিউস না করি। আমি খুবই ইমপরট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং স্টাডির কথা বলব; এই পৃথিবীর সবচেয়ে সেলড আইটেম হচ্ছে লিপস্টিক। আমেরিকায় ৮৫ শতাংশ মেয়েরা প্রতিদিনই লিপস্টিক মাখে। এদের মধ্যে ২০ শতাংশ মেয়েরা কখনও বাইরেই যায়নি। বাসায় বসে বসে মাখে।
ডা. আবদুল্লাহ আল মামুন খান বলেন, আপনার যখন লিপস্টিক লাগানোর দরকার নেই, তখন মাখার দরকার নেই। আপনার যখন দাওয়াত আছে, প্রেজেন্টেশন আছে, তখন অবশ্যই কসমেটিকস ব্যবহার করবেন। এমন যাতে না হয় যে কোচিং সেন্টারে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি বা অফিসে প্রতিদিন যাচ্ছি, প্রতিদিনই আমাকে কসমেটিকস মাখতে হচ্ছে। আমি যদি ঠিকমতো খাওয়াদাওয়া করি, আমি যদি প্রতিদিন ঠিকভাবে ঘুমাই, আমি যদি এক্সারসাইজ করি, আমি যদি মেডিটেশন করি, তাহলে আমি ভালো উজ্জ্বল ত্বক পাব। কসমেটিকস ব্যবহার করতেই হবে, এটা ঠিক নয়। যারাই দেখবেন বেশি কসমেটিকস ব্যবহার করে, প্রয়োজনের চেয়ে বেশি বা যখন কিছুই মাখত না—বয়স কম ছিল, একটা নরমাল এনভায়রনমেন্ট মেইনটেইন করত, তখনই তার স্কিন ভালো থাকে। বরং যখন দেখবেন কেউ কোনও বিউটি ভ্লগ দেখে বা ইউটিউব বা দোকানদারের কথা শুনে যদি কেউ এসব ব্যবহার করে, তখনই স্কিনে প্রবলেমগুলো শুরু হয়। অবশ্যই কসমেটিকস ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাবিউস যাতে না হয়।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।