দাঁত তুললে কি চোখের ক্ষতি হয়?
অনেকের বিশ্বাস, দাঁত তুললে চোখের ক্ষতি হয়, দৃষ্টিশক্তি কমে যায়। আসলে কি তাই? আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন অধ্যাপক ডা. মাহমুদা আক্তার। তিনি বলেন, বেশির ভাগ মানুষের ধারণা, দাঁত তুলে ফেললে হয়তো বা চোখের ক্ষতি হতে পারে। এই বিষয়টা আমরা প্রতিনিয়ত ফেস করছি। কিন্তু ব্যাপারটি আসলে সত্য নয়। কারণ, দাঁতের ব্যথা বা শরীরের যে কোনও ব্যথা যে পথে ফিল করি বা অনুভব করি, সেটাকে নার্ভ বলে। সুতরাং, দাঁতের এই নার্ভ আর চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা।
তিনি আরও বলেন, অনেক সময় হতে পারে যে দাঁতে ব্যথা হলে সে ব্যথাটা আমাদের কানে বা মাথায় বা চোখে আমরা অনুভব করি। সেটাকে রেফার পেইন বলে। রেফার পেইন মানে তাতে যে ব্যথাটা হচ্ছে, সেটা হয়তো বা সেখানে কোনও ভাবে রেফার হচ্ছে। তার মানে এই না দাঁতের নার্ভের সাথে চোখের নার্ভ বা কানের নার্ভের কোনও যোগাযোগ আছে। সুতরাং, দাঁত তুলে ফেললে চোখের বা কানের কোনও ক্ষতি হবে না। চোখের পাওয়ার কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।