দূর করুন ডায়াবেটিস সম্পর্কে ভ্রান্ত ধারণা
ডায়াবেটিস একটি খুব সাধারণ রোগ। সারা বিশ্বেই এ রোগ বিদ্যমান। বাংলাদেশেও এ রোগ ব্যাপক হারে বিদ্যমান। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ডায়াবেটিস সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. আবদুর রহিম বলেন, ডায়াবেটিস সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণাও আছে। ডায়াবেটিস রোগ নির্ণয় করতে গেলে ব্লাড সুগারটা দেখতে হবে। গ্লুকোজটা দেখতে হবে। আমরা যদি ব্লাড গ্লুকোজটা মাপতে পারি, তাহলে আমরা ডায়াবেটিস সম্পর্কে সঠিক ধারণা পাব, ডায়াবেটিস আসলে আছে কি নেই। কিন্তু অনেক রোগীর ভ্রান্ত ধারণা আছে, প্রস্রাবের সঙ্গে যদি কোনও ডিসচার্জ যায়, তারা ওইটাকেই সুগার বলে। ওইটা কিন্তু আসলে সুগার নয়। আসলেই যখন ডায়াবেটিস থাকে, তখন দেখা যায়, অনেক রোগী ডায়াবেটিস থাকা সত্ত্বেও ডায়াবেটিস সম্পর্কে জানে না। তার কারণ হলো, ডায়াবেটিস এমন একটি রোগ, অধিকাংশ ক্ষেত্রেই কোনও লক্ষণ থাকে না। সে ক্ষেত্রে রোগ নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যখন আমরা কোনও রোগীকে ডায়াবেটিসের পরীক্ষা দিতে চাই, অনেকেই বিস্ময় প্রকাশ করে বলে, আমার তো কোনও ডায়াবেটিস নেই। কিন্তু তার পর যখন পরীক্ষা করা হয়, এদের মধ্যে অনেকেরই দেখা যায় যে ডায়াবেটিস রয়েছে। সুতরাং প্রথমেই এই ডায়াবেটিস, রোগ নির্ণয় করতে গিয়ে রোগীর কাছ থেকে বাধার সৃষ্টি হয়। রোগী মানতে চায় না যে ডায়াবেটিস আছে। পরে যখন ধরা পড়ে, তখন তারা বিস্মিত হয়, আশ্চর্য হয়।
ডায়াবেটিস হওয়ার কারণ কী? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আবদুর রহিম বলেন, ডায়াবেটিসের সুনির্দিষ্ট কোনও কারণ নেই। যেমন—আমরা শুনি, অধিকাংশ ক্ষেত্রে ব্লাড প্রেশারের সুনির্দিষ্ট কোনও কারণ নেই—ডায়াবেটিসের সুনির্দিষ্ট কোনও কারণ নেই। তবে বিশেষ কিছু পরিবেশ-পরিস্থিতি আছে, যেমন ধরুন একজন মানুষ যদি অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি বা পরিবারের রক্ত-সম্পর্কের কারও ডায়াবেটিস আছে, এ রকম। যারা পরিশ্রম কম করে, সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় থাকে; এ সমস্ত ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।
ডায়াবেটিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।