নারীর তুলনায় পুরুষের ফুসফুসে ক্যানসার বেশি, জানুন বিশদে
অনেকেই ফুসফুসের ক্যানসারে ভুগছেন। এই করোনাকালে ফুসফুসের ক্যানসারের রোগীরা আরও জটিলতায় ভুগছেন। আজ আমরা ফুসফুসের ক্যানসার প্রসঙ্গে জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফুসফুসের ক্যানসার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুখসানা রব্বানী দীনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. রুখসানা রব্বানী দীনা বলেন, আমরা প্রতি বছরের আগস্টের এক তারিখ বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস হিসেবে পালন করে থাকি। ফুসফুস ক্যানসার কিন্তু পুরুষের মধ্যে নাম্বার ওয়ান ক্যানসার। সবচেয়ে কমন ক্যানসার পুরুষদের মধ্যে। মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় যে ব্রেস্ট এবং কোলারেক্টালের পরেই কিন্তু ফুসফুসের ক্যানসার। যেহেতু এটা খুব কমন ক্যানসার, এটার চিকিৎসা, এটা প্রতিরোধ করা, সচেতনতা বৃদ্ধির জন্যই প্রতি বছর একটা দিনকে আমরা নির্ধারণ করে দিই। যাতে আমরা জনগণকেও সচেতন করতে পারি এবং এটার চিকিৎসা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি।
ডা. রুখসানা রব্বানী দীনা আরও বলেন, গত বছরে আমাদের যে পরিসংখ্যান, সেখানেও দেখা গেছে ১১.৪ শতাংশ ফুসফুসের ক্যানসার বা লাং ক্যানসার। পুরুষ ও নারী উভয়ই আক্রান্ত হচ্ছে। এত বেশি ভয়াবহ যে বলা হয়, ২০৩০ সাল নাগাদ এটা দেখা যাবে যে বছরে প্রায় ২৮ থেকে ২৯ লাখ মানুষ সারা পৃথিবীতে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হবে। যেহেতু ফুসফুসে ক্যানসার কিন্তু ক্যানসারে মৃত্যুর প্রধান কারণ, সে কারণে দেখা যাবে যে প্রায় ২৪ থেকে ২৫ লাখ মানুষ ২০৩০ সাল নাগাদ ফুসফুসের ক্যানসারের কারণে মৃত্যুবরণ করবে।
সারা পৃথিবীতেই ফুসফুসের ক্যানসারে মৃত্যুর সংখ্যা বেশি। বাংলাদেশে এ সংখ্যাটা কেমন? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. রুখসানা রব্বানী দীনা বলেন, বলা হয়, বাংলাদেশে প্রতি বছর ১৮ হাজারের মতো রোগী ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছে। এটা কিন্তু আমাদের হসপিটাল বেজড রেজিস্ট্রি, যে রোগীগুলো আমাদের হাসপাতাল পর্যন্ত এসে পৌঁছাচ্ছে এবং যাদের আমরা রেজিস্ট্রেশন করতে পারি, তাদের সংখ্যা এটি। এর বাইরে যে আরও একটা বিশাল জনসংখ্যা রয়ে গেছে, যারা চিকিৎসেবার আওতায়ই আসছে না হয়তো, কাজেই আমরা ধারণা করে নিই এর চেয়ে আরও বেশি সংখ্যক ফুসফুস ক্যানসারে আক্রান্ত রোগী রয়েছে।
ফুসফুস ক্যানসারের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।