প্রাথমিক চিকিৎসার বক্সে কী কী থাকা উচিত?
যেকোনো সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই প্রত্যেক বাসাবাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখা উচিত, যেখানে থাকবে প্রয়োজনীয় উপকরণ। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব প্রাথমিক চিকিৎসার বক্সে কী কী থাকা উচিত।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. সাকলায়েন রাসেল। তিনি বলেন, বক্সটা আসলে কী, এটা বিশেষ কোনো যন্ত্র নয়। আপনার বাসায় বিপদের সময় স্বাস্থ্যঘটিত যেকোনো সমস্যার সময় কিছু যন্ত্রপাতি আপনার প্রয়োজন হতে পারে, কিছু ওষুধের প্রয়োজন হতে পারে। কিছু চিকিৎসাসামগ্রীর প্রয়োজন হতে পারে। সেগুলো যাতে এক জায়গায় আপনি পেতে পারে, সে জন্য একটি বক্স রাখা যেতে পারে। এটিকে আমরা ফার্স্ট এইড বক্স বলি।
ডা. সাকলায়েন রাসেলের পরামর্শ, আসুন, এখন জেনে নিই বক্সে কী কী রাখা উচিত। আপনার যেকোনো সময় কেটে যেতে পারে। এটি আপনি কাটা জায়গায় লাগাবেন। আমরা বলি যে অয়েন্টমেন্ট আছে, ক্রিম আছে, লোশন আছে। বিটাডিন নামে পাওয়া যেতে পারে। এটি আপনার প্রয়োজনীয় মুহূর্তে কাটা জায়গায় লাগাতে পারেন। আমরা সব সময় ব্যবহার করি, স্যাভলন আছে। স্যাভলন সেখানে লাগাতে পারেন। হেক্সিসল নামে এক ধরনের সলিউশন পাওয়া যায়, আপনি সেটা রাখতে পারেন। এ ছাড়া ব্যথানাশক বিভিন্ন ধরনের ওষুধ আপনার সংগ্রহে থাকা ভালো। এ ছাড়া অ্যাসিডিটি কমানোর জন্য বিভিন্ন ওষুধ রাখি, সেগুলো আপনার সেখানে রাখা উচিত।
কেটে গেলে দেখা যায় অনেক সময় গজ-ব্যান্ডেজের প্রয়োজন হতে পারে। আপনার ফার্স্ট এইড বক্সে গজ-ব্যান্ডেজ রাখতে হবে। তবে বিভিন্ন ওষুধ রাখার ক্ষেত্রে আপনি মনে রাখবেন, ওষুধের ডেট আছে কি না, অর্থাৎ এক্সপায়ারড হয়ে গেছে ডেট, এমন ওষুধ রাখা যাবে না। সে কারণে আপনাকে ফার্স্ট এইড বক্সটাকে চেক করে দেখতে হবে আপনি যে ওষুধপত্র রেখেছেন, সেগুলোর ডেট চলে গেছে কি না। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব সময় আপনি আপনার বাসার নির্দিষ্ট একটি স্থানে ফার্স্ট এইড বক্সটি রাখবেন, যাতে সবাই জানে এখানে এ বক্সটি খুললে প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জামাদি পাওয়া যাবে, যেটি আপনি বিপদের সময় ফার্স্ট এইড বক্স হিসেবে কাজে লাগাবেন।