বাইপাস সার্জারি কাদের করতে হয়?
অনেকেই হৃদরোগে ভুগছেন। এখন চিকিৎসাপদ্ধতি অনেক উন্নত হয়েছে। বাংলাদেশেও উন্নত প্রযুক্তির সহায়তায় আধুনিক বাইপাস সার্জারি হচ্ছে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে আধুনিক বাইপাস সার্জারি সম্পর্কে বলেছেন ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
বাইপাস সার্জারি কাদের করতে হয়? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. লোকমান হোসেন বলেন, বাইপাস সার্জারি কথাটা কিন্তু একেবারেই পরিষ্কার। বন্যা হলে রাস্তাঘাট ভেঙে যায়। সে কারণে বাস-গাড়ি চলতে পারে না। এ ক্ষেত্রে বাস-গাড়ি চালানোর জন্য ডাইভার্সন রোড করে নিয়ে কানেক্ট করা হয়। বাইপাস সার্জারিও ঠিক তেমনই। আমরা একটা বাইবাস রাস্তা করে দিই। বাইপাস সার্জারি রোগী কীভাবে আমাদের কাছে আসে ইনিশিয়ালি রোগী এসে ডাক্তারের কাছে কমপ্লেইন করবে স্যার, আমি গত দু-তিন মাস ধরে একটু হাঁটলেই বুকে চাপ দেয়। আবার এ ব্যথাটা ডান দিকে যায়। কারও কারও ব্যথাটা গলায় যায়। এই ব্যথাটা কখনও দাঁতেও যেতে পারে। আবার কিছু রোগী আছে, তাদের পেটে ব্যথা।
আধুনিক বাইপাস সার্জারি ও চিকিৎসা সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।