বারবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা মারাত্মক ঝুঁকিতে
যে কোনও সময় আমাদের জ্বর হতে পারে। আর এখন ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বারবার ডেঙ্গু জ্বর হলে করণীয় সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডেঙ্গু জ্বর বিষয়ে কথা বলেছেন ল্যাব এইড স্পেশালাইজড হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুমন্ত কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ডেঙ্গু জ্বর কখন বলব, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে এবং যখন কামড় দেয়, এর মাধ্যমে যে জ্বর হয়, তাকে আমরা ডেঙ্গু জ্বর বলি।
বারবার ডেঙ্গু জ্বর হতে পারে কি না, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ডেঙ্গু জ্বর একবার নয়, কয়েক বার হতে পারে। চার বার হওয়ার চান্স কিন্তু থাকে। সে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যার একবার হয়েছে, দ্বিতীয় বার হলে কিন্তু তার সিভিয়ারিটি, ক্রিটিক্যাল ফেজ বা রিস্ক বেড়ে যায়। তৃতীয় বার হলে আরও বেড়ে যায়। যার প্রথম বার হচ্ছে, তাদের চেয়ে অনেক গুণ বেশি। আমরা মেডিকেলের ভাষায় বলি, অ্যান্টিবডি এনহ্যান্সমেন্ট হয়।
প্রতিরোধমূলক ব্যবস্থা কী, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ডেঙ্গু নিয়ে অনেকে আতঙ্কিত হতে পারেন। আমি বলব, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন বলছি, কারণ, বলা হয় ডেঙ্গু জ্বরের যদি ট্রিটমেন্ট না করেন, এমনকি ক্রিটিক্যাল পেশেন্ট, সে ক্ষেত্রেও মৃত্যুহার ০.৫ থেকে ১ শতাংশ। এটা গাইডলাইনস টু গাইডলাইনস ভ্যারি করে, কেউ ৫ শতাংশ পর্যন্ত বলছে। যদি সঠিক চিকিৎসা করা হয় এবং রোগী যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে যান, সেটা যদি সঠিক চিকিৎসা হয়, তাহলে ০ শতাংশ।
ডা. সুমন্ত কুমার সাহা যুক্ত করেন, সবাই জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রতিরোধের ক্ষেত্রে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মশাকে কীভাবে নিধন করা যায়, মশা থেকে যেন আমরা দূরে থাকতে পারি, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।