হার্টের ছিদ্র কেন হয়, কাদের হয়
অনেকেই হার্টের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হার্টের ছিদ্র ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হার্টের ছিদ্র ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. মো. রোকনুজ্জামান সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হার্টের ছিদ্র কাদের হয়, কোন বয়সের রোগীরা বেশি ভুগে থাকেন; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. রোকনুজ্জামান সেলিম বলেন, হার্টের ছিদ্র কথাটা শুনতেই অনেক ভয় লাগে, যে হৃদয়ের মধ্যে কিছু একটা হয়ে গিয়েছে। হার্টের ছিদ্র মানুষের জন্মগত একটা রোগ। বাচ্চা যখন মায়ের পেটে থাকে—ইট ইজ ডিসাইটেড—হার্টের ছিদ্র নিয়েই বাচ্চা দুনিয়াতে আসে। জন্মগ্রহণ করছে। হার্টের ছিদ্র নিয়ে যখন একটা বেবি পৃথিবীতে আসে, তাদের মধ্যে কেউ হয়তো জন্মের পরপরই কিছু না কিছু সিম্পটম প্রেজেন্ট করে, উপসর্গ থাকে। আবার অনেকের জন্মের পরপর কোনও উপসর্গ থাকে না। ধরেন, এক-দুবছর বয়স যখন হয়, ছয় মাস, তখন কিছু কিছু উপসর্গ আসতে থাকে এই ছিদ্রের কারণে। আবার অনেকে দেখবেন, বিশ-পঁচিশ বছর হয়ে গেছে, তার পরে হয়তো সে এটা প্রেজেন্ট করেছে। অনেকের ফোরটি-ফিফটি ইয়ার্সের পরেও আসতে পারে।
ডা. মো. রোকনুজ্জামান সেলিম আরও বলেন, হার্টের ছিদ্র হলো জন্মগত হৃদরোগ। এর প্রকৃত কারণ কেউ জানে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের কাছে অনেক কাপল আসেন, যাঁরা ভাবেন এটি হয়তো মায়ের কোনও দোষের কারণে হয়েছে। আমাকে অনেক কাউন্সেলিং করতে হয় যে—না, এটা বাবা-মা কারও কোনও দোষ নয়, এটা হচ্ছে; হবে। বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কারও প্রচলিত আছে এটা নিয়ে। কেন বাচ্চা হার্টের ছিদ্র নিয়ে দুনিয়াতে আসল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।
হার্টের ছিদ্র কাদের হয় এবং এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।