হার্ট ব্লক কী
হার্ট একটি পাম্পিং অরগান। এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত সংগ্রহ করে এবং সেই রক্তকে ফুসফুসে প্রেরণ করে এবং অক্সিজিনেশনের মাধ্যমে আবার হার্টে নিয়ে আসে এবং পিউর ব্লাডকে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে হার্ট। তাই হার্টের সুস্থতা জরুরি। কিন্তু হার্ট ব্লক কী?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. শফিকুর রহমান পাটওয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
হার্টের ইলেকট্রিক্যাল ব্লক বা হার্ট ব্লক বলতে কী বোঝায়? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান পাটওয়ারী বলেন, আমরা যেমন দেখি যে অনেক সময় রোগীদের যেটা স্বাভাবিক হার্ট রেট সিক্সটি থেকে নাইনটি থাকার কথা—কখনও কখনও দেখা যায় হার্টের রেট অনেক কমে যায়। কোনো কোনো পেশেন্টের আমরা দেখি থার্টি হয়ে যায়, কখনও ফোরটি হয়ে যায়। অনেক সময় দেখা যায় রোগীর মাথা ঘোরায়, অজ্ঞান হয়ে যাচ্ছেন; হাঁটতে পারেন না, দুর্বল লাগে। এ ধরনের একটি সিচুয়েশন কিন্তু তৈরি হয়।
কেন হয় এটা? ডা. শফিকুর রহমান পাটওয়ারী বলেন, হার্টের যদি ঠিকমতো পাওয়ার তৈরি না হয়, তার ট্রান্সমিশন যদি না হয়, তাহলে হার্টের কিন্তু গতি কমে যাবে। হার্টের যদি গতি কমে যায়, তাহলে লেজি হয়ে যাবে। লেজি হয়ে গেলে মানুষটাও লেজি হয়ে যাবে। সে-ও চলতে পারবে না, দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, শুয়ে থাকতে মন চাইবে, অনেক সময় হার্ট বন্ধ হয়ে যেতে পারে। এ রকম পরিস্থিতি হয়। তাহলে এই সিস্টেমের ভেতরে যদি কোথাও ডিস্টার্ব হয়, আমরা সাধারণত হার্ট ব্লক বলতে যেটা বুঝি, এবি নোড যেটা, এবি নোডের ভেতরে যে ট্রান্সমিশন হয়, এই ট্রান্সমিশনে যদি সমস্যা হয়, তখনই তাকে আমরা সাধারণ এবি ব্লক বলে থাকি। যেটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ডিগ্রি বলে থাকি মেডিকেল সায়েন্সের ধারণা অনুযায়ী।
আবার অ্যাসেনোড, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেখানেও কিন্তু সমস্যা হতে পারে। যাকে আমরা অ্যাসেনোডাল ডিজিজ বলি। অ্যাসেনোডাল থেকে এক্সিট ব্লক, অ্যাসেনোডেও কিন্তু ব্লক হয়। তখন কিন্তু ওখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে না। হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এ রকম যদি পরিস্থিতি হয়। তাহলে দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যেও যদি ব্লক হয়, ব্লকের জন্য হার্টের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তার ভেতরে অন্যতম হার্টের রেট কমে যাওয়া। একেই আমরা ইলেকট্রিক ব্লক বা হার্ট ব্লক বলি।
হার্ট ব্লক কী, হার্ট ব্লকের ঝুঁকিতে কারা রয়েছেন, এর প্রতিকারই বা কী, এসব প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।