ঢাকায় চাকরি দেবে বিপ্রোপার্টি ডটকম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপ্রোপার্টি ডটকম। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ম্যানেজার – কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কাস্টমার রিলেশনশিপ ও কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিশেষ করে ব্যাংক, রিয়েল এস্টেট ও মাল্টিন্যাশনাল কোম্পানি সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। ন্যূনতম ৩৪ থেকে অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, টিএ, সাপ্তাহিক দুইদিন ছুটি ও বার্ষিক ইক্রিমেন্ট প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৮ এপ্রিল, ২০২২ ।
সূত্র : বিডিজবস