২৩ জনকে নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। ১৬টি ভিন্ন পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
উপপরিচালক (অর্থ ও হিসাব), ডেটাবেইজ প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার, সহকারী রেজিস্ট্রার, সহকারী লাইব্রেরিয়ান, লাইব্রেরি অফিসার, সেকশন অফিসার, সেকশন অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), অ্যাকাউন্টস অফিসার, সায়েন্টিফিক অফিসার, সাইকোলজিস্ট, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রোগ্রামার (লাইব্রেরি), সহকারী প্রকৌশলী (সিভিল), পেশ ইমাম, নিরাপত্তা কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা।
পদসংখ্যা
মোট ২৩ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি হার্ড কপি পাঠাতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ-সংক্রান্ত নিয়ম খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ তারিখ
২৭ জুন, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে