নিয়োগ দেবে স্কয়ার অ্যাপারেলস লিমিটেড
জনবল নিয়োগ দেবে স্কয়ার অ্যাপারেলস লিমিটেড। স্কয়ার টেক্সটাইলস ডিভিশনের এই বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ও সেলস অ্যান্ড মার্কেটিং (ওভেন ফেব্রিক অ্যান্ড ওভেন গার্মেন্টস) পদে নিয়োগ দেবে।
বায়ারদের সঙ্গে যোগাযোগ, বায়ারদের কাছ থেকে অর্ডার গ্রহণ, নিশ্চিতকরণ, দাম নির্ধারণসহ এই সংক্রান্ত কাজ করতে হবে প্রার্থীদের।
যোগ্যতা
এমবিএ/এমবিএস/মাস্টার্স পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। ওভেন ফেব্রিক্স/ওভেন গার্মেন্টস মার্কেটিয়ে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা দুই কপি ফটো, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ঠিকানায় : জেনারেল ম্যানেজার, মানব সম্পদ বিভাগ, স্কয়ার টেক্সটাইল বিভাগ, প্রধান কার্যালয়, মাস্কট প্লাজা (১১-১২তম ফ্লোর), সেক্টর # ৭, উত্তরা, ঢাকা-১২৩০। কিংবা ই-মেইল করতে পারেন এই ঠিকানায় : ([email protected])।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।