স্কয়ার টেক্সটাইলস ডিভিশনে একাধিক পদে নিয়োগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস ডিভিশন। এই বিভাগে এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং পদে নিয়োগ দেবে।
যোগ্যতা
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ পাস থাকতে হবে। তবে ফেব্রিক্স, গার্মেন্ট সেক্টরে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে বলা ও যোগাযোগে বেশ পারদর্শী হতে হবে। স্কয়ার অ্যাপারেলস লিমিটেড জামিরদিয়া, ভালুকা ময়মনসিংহে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা দুই কপি ফটো, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ঠিকানায় : জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টেক্সটাইল বিভাগ, প্রধান কার্যালয়, মাসকট প্লাজা (১১-১২তম ফ্লোর), সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০। কিংবা ই-মেইল করতে পারেন এই ঠিকানায় : ([email protected])।
আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারি-২০১৮-এর মধ্যে আবেদন করতে হবে।
সূত্র : বিডিজবস