আমেরিকান এমবাসিতে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমেরিকান এমবাসি। সুপারভাইজরি রিয়াল প্রপার্টি অ্যাসিস্ট্যান্ট পদে ঢাকায় চাকরি করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সুপারভাইজরি রিয়াল প্রপার্টি অ্যাসিস্ট্যান্ট।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে বিবিএ অথবা ল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী কোনো কর্মক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ভালো দক্ষতা থাকতে হবে। যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে https://bd.usembassy.gov/ এই ঠিকানায়।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : জাগোজবস