আন্তর্জাতিক চাকরির দরজা খুলে দিয়েছে আইটিইই
বাংলাদেশে চালু হওয়া আন্তর্জাতিক মানের ‘আইটি ইঞ্জিনিয়ারস এক্সামিনেশন (আইটিইই)’ বিশ্ববাজারে বাংলাদেশীদের আইটি কর্মীদের জন্য চাকরির দরজা খুলে দিয়েছে।
সম্প্রতি ভিয়েতনামভিত্তিক জাপানের একটি আইটি প্রতিষ্ঠান ‘ফার্মগিয়া’ আইটিইইতে স্নাতক সনদ অর্জনকারী বাংলাদেশী আইটি পেশাদারদের নিয়োগ দিয়েছে। এ বিষয়ে ফার্মগিয়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা থাইহাই কোবাইসি সংবাদসংস্থা বাসসকে বলেন, ‘বিশ্বে আইটি ইঞ্জিনিয়ারের ঘাটতি আছে, বাংলাদেশ আইটি বিশেষজ্ঞদের ইংরেজিতে কথা বলতে সক্ষম হতে হবে। সেই সাথে মৌলিক প্রোগ্রমিংয়ের জন্য দক্ষ হতে হবে, বিষয়গুলি বিশ্বমান অর্জনের জন্য গুরুত্বপুর্ণ।’
ফার্মগিয়ার তরফে জানা গেছে, গত বছর আইটিইই পরীক্ষায় উত্তীর্ণ এম দস্তগীর হোসেন ও এম আসিফুল হকসহ ২১ জন বাংলাদেশী আইটি পেশাদারদেরকে ফার্মগিয়া কোম্পানি নিয়োগ দিয়েছে।
জাপানি আইটি কোম্পানিটির সিইও বাংলাদেশী স্নাতকদের দক্ষতার প্রশংসা করে জানান, চলতি মাস থেকে বাংলাদেশে ফার্মগিয়ার একটি শাখা একটি খোলা হয়েছে এবং ২০১৮ সালের শেষ পর্যন্ত তারা বাংলাদেশ থেকে ৫০০ কর্মচারী নিয়োগ দেবেন।
এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হাইদিও হৈয়া বলেন, ‘বাংলাদেশে আইটিইই চালু হওয়ার প্রায় দুই বছর পর এখন পাশ করা বাংলাদেশী আইটি গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক বাজারে চাকরি পেতে শুরু করেছেন। এটা স্থানীয় আইটি পেশাদারদের প্রচেষ্টার ফল।
বাসসের প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ এবং ২০১৫ সালের মধ্যে অনুষ্ঠিত গত চারটি আইটিইই পেশাদার পরীক্ষায় এখন পর্যন্ত ৮৩ জন বাংলাদেশী পাশ করেছে। এছাড়া পরবর্তী আইটিইই পরীক্ষা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।