বাংলাদেশে জনবল নিয়োগ দিচ্ছে ইরি
আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা (ইরি) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইরি বাংলাদেশ অফিসে সিনিয়র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট (প্ল্যান্ট ব্রিডিং), স্পেশালিস্ট (মনিটরিং অ্যান্ড ইভলুয়েশন), অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট (ব্রিডিং) এবং রিসার্চার (ব্রিডিং) পদে নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট (প্ল্যান্ট ব্রিডিং)
জেনেটিকস অ্যান্ড ব্রিডিংয়ে স্নাতকোত্তর ও সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা অথবা জেনেটিকস অ্যান্ড ব্রিডিংয়ে পিএইচডি ও কর্মক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে সর্বোচ্চ এক লাখ ৩৩ হাজার ৩৭৫ টাকা।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার (ইরি) ওয়েবসাইটে (http://irri.org/talentlink/details.html?id=Q7LFK026203F3VBQB79QWQWAS&nPostingID=394&nPostingTargetID=800&mask=irriext&lg=EN) দেখুন।
স্পেশালিস্ট (মনিটরিং অ্যান্ড ইভলুয়েশন)
কৃষিবিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন পদটিতে। স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। স্পেশালিস্ট পদে বেতন দেওয়া হবে সর্বোচ্চ ৭৪ হাজার ৮৩৩ টাকা।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার (ইরি) ওয়েবসাইটে (http://irri.org/talentlink/details.html?id=Q7LFK026203F3VBQB79QWQWAS&nPostingID=392&nPostingTargetID=798&mask=irriext&lg=EN) দেখুন।
অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট (ব্রিডিং)
কৃষিবিজ্ঞান (জেনেটিকস অ্যান্ড ব্রিডিং) বিষয়ে বিএসসি ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন অথবা একই বিষয়ে এমএসসি ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতাধারীরা আবেদন করতে পারবেন এই পদে। বেতন দেওয়া হবে সর্বোচ্চ ৭৪ হাজার ৮৩৩ টাকা।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া আন্তুর্জাতিক ধান গবেষণা সংস্থার (ইরি) ওয়েবসাইটে (http://irri.org/talentlink/details.html?id=Q7LFK026203F3VBQB79QWQWAS&nPostingID=393&nPostingTargetID=799&mask=irriext&lg=EN) দেখুন।
রিসার্চার (ব্রিডিং)
কৃষিবিজ্ঞান (জেনেটিকস অ্যান্ড ব্রিডিং) বিষয়ে বিএসসি পাস এবং রাইস ব্রিডিং রিসার্চে দুই বছর অভিজ্ঞতাধারীরা আবেদন করতে পারবেন রিসার্চার পদে। এই পদে বেতন দেওয়া হবে সর্বোচ্চ ৫৩ হাজার ৯৫৮ টাকা।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার (ইরি) ওয়েবসাইটে (http://irri.org/talentlink/details.html?id=Q7LFK026203F3VBQB79QWQWAS&nPostingID=391&nPostingTargetID=797&mask=irriext&lg=EN) দেখুন।
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন ২১ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
ডেইলি স্টার পত্রিকায় ৬ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :