টিআইবিতে উচ্চ বেতনে চাকরি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি শূন্য পদের বিপরীতে ম্যানেজার (জেন্ডার) পদে একজন ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।
ম্যানেজার (জেন্ডার)
বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং জেন্ডার , গভরন্যান্স অথবা ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (সম্মান) বা সমমান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এই পদে। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বেতন দেওয়া হবে ৮১ হাজার ৬৭২ টাকা।
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি)
সমাজ বিজ্ঞান, আইন অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর (সম্মান) পাস এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পদে। এই পদের জন্য বেতন দেওয়া হবে ৪৯ হাজার ৬৮১ টাকা।
আগ্রহী প্রার্থীরা পদ্গুলোতে আবেদন করার সুযোগ পাবেন আগামী ২১ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত। আবেদনের জন্য বিস্তারিত জানা যাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়েবসাইট www.ti-bangladesh.org/vacancy/index.php ঠিকানায়।
দৈনিক প্রথম আলো পত্রিকায় ৬ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন