সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরে চাকরি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এক জনকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি বা সমমান পাস এবং শর্টহ্যান্ড ও টাইপিংয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে ১১ হাজার ২৩৫ টাকা।
সার্ভেয়ার ড্রাফটসম্যান
একটি পদে আবেদন করতে পারবেন ডিপ্লোমা-ইন-সার্ভে উত্তীর্ণ প্রার্থীরা। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার ২৩৫ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস এবং শর্টহ্যান্ড ও টাইপিংয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন দুটি পদের বিপরীতে। বেতন দেওয়া হবে ৯ হাজার ৭৪৫ টাকা।
অফিস সহায়ক, মালী, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী
এই পদগুলোতে নিয়োগ পাবেন ছয়জন। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন সাত হাজার ৭৪০ টাকা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৬ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১১ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।