শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ
৩২ পদে জনবল নিয়োগ দেবে গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পদগুলোর মধ্যে ফার্মাসিস্ট পদে একজন, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপিস্ট) পদে দুজন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) পদে ছয়জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপিস্ট) পদে তিনজন, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অফিসার পদে পাঁচজন, সহকারী হিসাবরক্ষক পদে দুজন, ওয়ার্ড মাস্টার পদে তিনজন, লিনেন কিপার পদে তিনজন, গাড়িচালক পদে তিনজন, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার পদে একজন ও টিকেট ক্লার্ক পদে তিনজন নিয়োগ দেওয়া হবে।
জাতীয় বেতনক্রম -২০০৯ অনুযায়ী ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন সর্বসাকল্যে ১৪ হাজার ২৫৫ টাকা এবং বাকি পদগুলোর জন্য বেতন দেওয়া হবে নয় হাজার ৭৪৫ টাকা। আবেদনকারীর বয়স ১৮ নভেম্বর-২০১৫ তারিখ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও ১০০ টাকা পরীক্ষার ফিসহ আবেদন করতে পারবেন আগামী ২০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাকে ১৮ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।