চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২১ জন শিক্ষক নিয়োগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ২১ জনকে নিয়োগ দেবে এই বিদ্যাপীঠ।
পদগুলোর মধ্যে স্থায়ীভাবে পদার্থবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক পদে দুজন, ম্যানেজমেন্ট বিভাগে সহযোগী অধ্যাপক পদে একজন ও সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে একজন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহকারী অধ্যাপক পদে একজন ও প্রভাষক পদে পাঁচজন, রসায়ন বিভাগে প্রভাষক (ভৌত রসায়ন শাখা) পদে একজন, প্রভাষক (জৈব রসায়ন শাখা) পদে একজন ও প্রভাষক (অজৈব রসায়ন শাখা) পদে একজন, প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে একজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অস্থায়ীভাবে ম্যানেজমেন্ট বিভাগে দুজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
জাতীয় বেতনক্রম-২০০৯ অনুযায়ী সহযোগী অধ্যাপক পদে বেতন দেওয়া হবে ৩৩ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া সহকারী অধ্যাপক পদে ২৯ হাজার ৭০০ টাকা ও প্রভাষক পদে ২০ হাজার ৩৭০ টাকা দেওয়া হবে।
আবেদনে ইচ্ছুক শিক্ষকরা সহযোগী অধ্যাপক পদের জন্য আগামী ২৭ ডিসেম্বর-২০১৫ তারিখ এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য আগামী ১৩ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২০ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :