নিয়োগ দিচ্ছে বাংলাদেশ বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
আবেদনকারীদের সিনিয়র ম্যানেজমেন্ট অথবা ডিরেক্টরিয়াল পদে ১০ বছরের অভিজ্ঞতাসহ বিমান-সংক্রান্ত কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের বয়সসীমা ৪৫ থেকে ৬০ বছর। বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের আবেদনের আহ্বান জানিয়েছে বিমান। নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদন করতে পারবেন [email protected] ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। পদটিতে নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.biman-airlines.com ঠিকানায়।
ডেইলি স্টার পত্রিকায় ২৪ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :