ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৯ পদে নিয়োগ
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নয়টি পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আটজন, গাড়িচালক পদে একজন, সাইক্লোস্টাইল মেশিন অপারেটর পদে দুজন, এমএলএসএস পদে ২৭ জন, আর্মড গার্ড পদে একজন, দারোয়ান পদে তিনজন, মালী পদে একজন, ঝাড়ুদার পদে চারজন এবং পোর্টার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স আগামী ১২ জানুয়ারি-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২০১৫ সালের বেতনক্রম অনুযায়ী।
আগ্রহী প্রার্থীরা ৩০০ টাকা আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন আগামী ২৮ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টারে ১২ জানুয়ারি-২০১৫ তারিখে (পৃষ্ঠা-০৪) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।