সেভ দ্য চিলড্রেন ও ব্রিটিশ কাউন্সিলে চাকরির সুযোগ
আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিল ‘হেড অব চিলড্রেন প্রোটেকশন’ পদে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেবে। যেকোনো বিষয় থেকে স্নাতক পাস এবং এনজিও বা উন্নয়ন সংস্থাগুলোতে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষ হতে হবে। পদটিতে আবেদন করা যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের (bit.ly/1QCsg2M) মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
সেভ দ্য চিলড্রেন
ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে হবিগঞ্জে একজনকে নিয়োগে দেবে সেভ দ্য চিলড্রেন। স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ওয়েবসাইটের (http://bangladesh.savethechildren.net) মাধ্যমে আবেদন করতে পারবেন পদটিতে। আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে সেভ দ্য চিলড্রেন কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
সূত্র : বিডিজবস ডটকম