কুকুর বলে কথা!
কুকুর আমাদের সবার পছন্দের একটি প্রাণী। ছোট ছোট বল দিয়ে বাড়ির পোষা কুকুরছানাটির সাথে খেলতে কেমন মজা, এ তো যাদের বাসায় একটি আদরের কুকুরছানা আছে তারা ভালোই জানেন! শুধু তাই নয়, কুকুরের প্রভুভক্তির কথা তো নতুন করে বলার কিছু নেই। এমন উক্তিও আছে যে কুকুর মানুষের শ্রেষ্ঠ বন্ধু। অসাধারণ এই গৃহপালিত প্রাণীটির সম্বন্ধে মজার কিছু তথ্য আছে শিশুদের ওয়েবসাইট সায়েন্স কিডসে। জেনে নেওয়া যাক সেসব তথ্য!
# পৃথিবীতে প্রায় ৪০ কোটি কুকুর রয়েছে।
# সভ্যতার ইতিহাসে মানুষের জন্য সবচেয়ে বন্ধুবৎসল এবং কর্মঠ প্রাণী কুকুর।
# অনুমান করা হয় যে এখন থেকে ১৫ হাজার বছর আগে কুকুরকে ঘরে পালন শুরু হয়েছিল, মানে কুকুর গৃহপালিত হয়েছিল।
# কুকুরের প্রজাতির সংখ্যা একশটিরও বেশি!
# পৃথিবীজুড়ে গৃহপালনের জন্য কুকুরের সবচেয়ে জনপ্রিয় প্রজাতি ল্যাব্রাডর। শুধু ঘরের কাজকর্ম নয়, পুলিশের কাজেও ল্যাব্রাডরের সহযোগিতা সর্বজনবিদিত।
# মানুষের চেয়ে কুকুরের শ্রবণশক্তি চারগুণ বেশি।
# কুকুরের ঘ্রাণশক্তি অতুলনীয়।
# জড়িয়ে ধরা বিষয়টি বিশেষ পছন্দ নয় কুকুরদের!
# একটি কুকুর সাধারণত ২৫০টির মতো শব্দ ও অঙ্গভঙ্গি বুঝতে সক্ষম।
# একটি পূর্ণবয়স্ক কুকুরের বুদ্ধিমত্তা একটি দুই বছরের শিশুর সমান।
# কুকুরের আদলে একটি দালান রয়েছে নিউজিল্যান্ডে!
# একটি কুকুরের গড় আয়ু ১০ থেকে ১৪ বছর।