১০ মজারু
প্রতিদিন কত কিছু পড়ছি আর শিখছি। সবই তো স্কুলের পড়া। এর বাইরেও কত কত মজার জিনিস আছে জানার। ‘সায়েন্স ফর কিডস’ নামে ছোটদের জন্য একটি ওয়েবসাইটে এমন কিছু মজার মজার তথ্য আছে যা জানলে কেবল তোমারই নয়, বড়রাও একেবারে তাজ্জব হয়ে বনে যাবেন। একবার পড়েই দেখ, তাহলে বুঝবে!
১. খরগোশ আর টিয়াপাখি মাথা না ঘুরিয়েই সামনে আর পেছনে দুদিকেই দেখতে পায়।
২. প্রজাপতিরা কোনো কিছু খাওয়ার আগে খাবারের ওপর বসে। কারণ, আমরা যেমন জিহ্বা দিয়ে স্বাদ পাই, তেমনি প্রজাপতিদের স্বাদ পাওয়ার জন্য বিশেষ অঙ্গটি থাকে তাদের পায়ে!
৩. তোমার বাসায় যত ধুলো আছে, তার অধিকাংশই আসলে শরীরের মৃতকোষ!
৪. স্টেগোসরাস ডাইনোসরের আকার ছিল বিশাল, নয় মিটারের বেশি। কিন্তু এর মগজের সাইজ কতটুকু ছিল জানো? ছোট্ট একটা ওয়ালনাট বাদামের সমান!
৫. মহাকাশে গেলে আমরা সবাই আরেকটু লম্বা হয়ে যাব, কারণ মহাকাশে তো আর অভিকর্ষের টান নেই!
৬. পায়ের আকার ও সাইজ বেঢপ আর লম্বা বলেই ক্যাঙ্গারু ও এমু পেছন দিকে হাঁটতে পারে না।
৭. সাইজ বিশাল হলে হবে কি, জলহস্তি মানুষের চেয়েও আরেকটু জোরে দৌড়াতে পারে!
৮. অ্যানালগ কোনো ঘড়ি যদি নষ্টও হয়ে যায়, তাও এটি কিন্তু দিনে দুবার সঠিক সময় দেখায়!
৯. চোখ খুলে রেখে হাঁচি দেওয়া অসম্ভব। পরীক্ষা করে দেখতো, পারো?
১০. ইংরেজিতে উচ্চারণের ক্ষেত্রে সবচেয়ে কষ্টকর আর প্যাঁচালো বাক্য হচ্ছে- ‘sixth sick Sheik’s sixth sheep’s sick’ (ষষ্ঠ অসুস্থ শেখের ষষ্ঠ ভেড়া অসুস্থ)। নিজ দায়িত্বে আওড়ানোর চেষ্টা করে দেখতে পারো!