রাস্তায় বানরের বাঁদরামি
ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে শত শত বানর রাস্তায় দৌড়াদৌড়ি করছে। দৃশ্যটা দেখে মজা পাচ্ছেন অনেকে, তাদের দুষ্টুমি দেখে হচ্ছেন অভিভূতও। দুষ্টুমির জন্য বানরের সুখ্যাতি বহু পুরোনো। বানরের এই দুষ্টুমিই বাঁদরামি বলে পরিচিত। এতই পরিচিত যে মানুষও দুষ্টুমি করে, তখন বলা হয়, ‘বাঁদরামি করিস কেন?’
শত শত বানর একসঙ্গে রাস্তায় দৌড়াদৌড়ি ও দুষ্টুমির এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি শহরে। মঙ্গলবার ধারণ করা ভিডিওটিতে দেখা যায়, শত শত বানর রাস্তার ওপর এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করছে, উৎসুক মানুষও ভিড় করে দেখছে ব্যাপারটা, ফলে ট্রাফিকজ্যামও বেঁধে যায়!
ভিডিওগ্রাহক জানান, বানরগুলো কাছেই ফারা প্রাং সাম যুদ মন্দিরে থাকে। এই বানরদের কারণে মন্দিরটি বানর মন্দির হিসেবেও পরিচিত। দিনটি ছিল থাই বাবা দিবস, লোকজন আতশবাজি করে উদযাপন করছিল। প্রচণ্ড শব্দে বানরগুলো বাইরে বেরিয়ে এসে এভাবে এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করে।
ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সংগ্রহ করে প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইউপিআই।