সুকান্তের জন্মদিন
‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’
আঠারোর জয়ধ্বনি গাওয়া 'কিশোর কবি'-র জন্মদিন আজ। তবে ভারতের স্বাধীনতা দিবসের জৌলুসে প্রতি বছর এই দিনটি হারিয়ে যায়, অনেকেই ভুলে যায় যে বিখ্যাত বাঙালি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্মদিন। ১৯২৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ১৯৪৭ সালের ১৩ মে। বোঝাই যাচ্ছে বেশি দিন বাঁচেননি তিনি।
এই অল্প জীবনেই বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী হয়ে ওঠেন তিনি। শুধু তাই নয় প্রগতিশীল চেতনার অধিকারীও হয়ে ওঠেন এই তরুণ কবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তাঁর কবিতায় অনাচার ও বৈষ্যমের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সংকোচিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো : ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।
পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তাঁর রচনাবলি প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পীসংঘের পক্ষে ‘আকাল’ (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।