খুদে এভারেস্টজয়ী
মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে শীর্ষবিন্দুর উচ্চতার হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তা তো তোমরা জানোই। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফুট। কত উঁচু, তাই না? এভারেস্টজয়ের গল্প তো আমরা সবাই জানি। ১৯৫৩ সালে এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। এর আগে অনেকেই এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তারপর কেটে গেছে আরো ৬২ বছর। এর মধ্যে অনেকেই জয় করেছেন, অনেকে আবার জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।
তোমাদের জন্য গর্বের সংবাদ হলো যে, তোমাদেরই মতো দুজন শিশু এভারেস্টের অনেক দূর উঁচুতে উঠে রেকর্ড গড়েছে। যারা মৃত্যুর ভয়কে তুচ্ছ করে এমন বীরত্বপূর্ণ কাজ করেছে তারা হলো কন্দর্প ও ঋত্বিকা শর্মা। এরা দুজনে ভাইবোন। কন্দর্পের বয়স মাত্র পাঁচ বছর এবং ঋত্বিক শর্মার বয়স মাত্র আট বছর। কন্দর্প পড়ে ক্লাস ওয়ানে আর ঋত্বিক ক্লাস ফোরে। বিস্ময়কর ব্যাপার না? এত ছোট দুই মানুষ এভারেস্টে উঠে গেছে। তোমরাও কি উঠতে চাও নাকি? জেনে রাখা ভালো, পর্বতে চড়তে কিন্তু প্রয়োজন পর্বত আরোহণ করার প্রশিক্ষণ। সে জন্য কয়েক মাসের কোর্সও করতে হয়।
যাই হোক, খুদে এই দুই পর্বতারোহীর বাড়ি হচ্ছে ভারতের গোয়ালিয়রে। তারা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত উঠে নয়া রেকর্ড গড়ে ফেলেছে।
বেজ ক্যাম্পটি প্রায় পাঁচ হাজার ৩৮০ মিটার উঁচুতে অবস্থিত। সত্যি সত্যিই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বেস ক্যাম্পে পৌঁছে নিজেদের নতুন এক উচ্চতায় তুলে নিয়ে গেছে এই দুই ভাইবোন। কী বীরত্বই না তারা দেখিয়েছে! তারা এই বীরত্বপূর্ণ কাজটি করেছে গত সপ্তাহে। তারা উত্তর-পূর্ব নেপাল দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। এই দুই খুদে পর্বতারোহীর সাফল্যের খবর মিডিয়াকে জানিয়েছেন অরুণ ট্র্যাকস অ্যান্ড এক্সপেডিশনের থুপদেন শেরপা। কন্দর্প ও ঋত্বিকার বাবার নাম হচ্ছেন ভূপেন্দ্র শর্মা। তিনি তাঁর সন্তানদের জন্য গর্বিত। গর্বিত তো হবেনই, এত বড় বীরত্বপূর্ণ কাজ করলে কোন বাবা গর্বিত না হয়ে পারেন? তিনি জানান, ভাই ও বোন দুজনই ব্যক্তিগতভাবেও রেকর্ড গড়েছে।
এত ছোট বয়সে কেউই এভারেস্টের বেজ ক্যাম্পে ওঠেনি। এর আগেও অনেক ভাইবোন এভারেস্টে উঠেছে। এরা দুজন রেকর্ড গড়েছে সবচেয়ে কমবয়সী ভাইবোন হিসেবেও। দুই সন্তানের সঙ্গে অভিযানে শামিল হয়েছিলেন স্বামী-স্ত্রী ভূপেন্দ্র ও মমতাও।
শেরপা জানান, দুই সন্তানকে নিয়ে কালাপাথরের চূড়া পর্যন্ত ওঠেন মমতা দেবী। ভূপেন্দ্র জানিয়েছেন, তাঁর দুই সন্তান মধ্যপ্রদেশের গোয়ালিয়রের লিটল অ্যাঞ্জেলস হাইস্কুলে পড়ে। এর আগে গত বছরই আরেক ভারতীয় শিশু হরষিত এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছে রেকর্ড গড়েছিল। তার বয়স ছিল পাঁচ বছর ১১ মাস। আর কন্দর্প পাঁচ বছর ১০ মাসে বেজ ক্যাম্পে পৌঁছে হরষিতের রেকর্ড ভেঙে ফেলল। প্রস্তুতি নিতে পারো তোমরাও!