লাগ ভেল্কি লাগ
মধ্যরাতের এক সকালে দুইখানা লাশ জাগলো
আর কিছু না পেয়ে তারা নিজেই ফাইট লাগলো।
পিঠে পিঠে পিঠ ঠেকিয়ে ছুরির ঘুসি মারছে
কেমন আঘাত করছে দ্যাখো যে যেটাকে পারছে!
একটা তাদের দেখেই না আর আরেকটা তো আন্ধা
মূর্তি এনে রেফরি বানায় হাত-মুখ যার বান্ধা।
আরেক কানা দেইখা এসব মুগ্ধ হলো কী যে
একটা বোবা শাবাশ বলে আওয়াজ দিলো নিজে।
আরেক ঠসা পুলিশ পেলো যেই এসবের শব্দ
লাশ দুটোকে হত্যা করে করলো ভীষণ জব্দ!
আদ্দিকালের ল্যাংড়া গাধা দৌড়াত যে পাশেই
তিনটা লাথি মারলো এসে সেও তো ঠাস আর ঠাসেই।
তুলার দেয়াল টপকে পড়ে শুকনা গাতার তলে
লাশ-পুলিশে ডুবে গেলো একসাথে সব জলে।
এই ঘটনা তোমার কাছে সত্যি মনে না হলে—
অন্ধ পথিক যে দেখেছে তাকেই পুছো তাহলে!
urgentPhoto